ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে ঢাকায় আসছেন

নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দুই দিনের সফরে ঢাকায় আসছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করাই তার এই সফরের লক্ষ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ঢাকায় পৌঁছাবেন। শুক্রবারই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পৃথক বৈঠক করবেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন। সফরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যু এবং ২০১৬ সালে বাংলাদেশের কার্গোর ওপর যুক্তরাজ্য সরকারের আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া তার এই সফরে ব্রেক্সিট ও ভিসা সংশ্লিষ্ট বিষয়াদিও গুরুত্বের সঙ্গে আলোচনা হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন বরিস জনসন। তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন শনিবার কক্সবাজার থেকে মিয়ানমার সফরে যাবেন। মিয়ানমারের নেতাদের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন।

যুক্তরাজ্য রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়া কামনা করে। বরিস জনসন এ বিষয়েই আলোচনা করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ধারণা করছেন।

ঢাকার কর্মকর্তারা বলেন, বাংলাদেশ সব সময়েই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চায়। এ লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে অনুরোধ জানাবে বাংলাদেশ।

এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে বরিস জনসন কেন আসছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কেন আসছেন সেটা তিনি আসার পর জানতে পারব। তবে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। তা ছাড়া কিছুদিন আগে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে প্রস্তাব উত্থাপন করেছিল।’

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বাংলাদেশ সফর শেষে মিয়ানমার সফরে যাবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।