ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ১৯ নভেম্বর

অর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৬’ নামে সেরা ব্র্যান্ড পুরস্কার আগামী ১৯ নভেম্বর প্রদান করা হবে।

ব্র্যান্ড ফোরামের উদ্যোগে এটি এ ধরনের অষ্টম পুরস্কার।

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিতব্য এই পুরস্কার বিতরণে সহযোগিতা করছে শীর্ষস্থানীয় ব্র্যান্ড গবেষণা প্রতিষ্ঠান কান্তর মিলওয়ার্ড ব্রাউন ও দ্য ডেইলি স্টার।

বুধবার বিবিএফয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশব্যাপী পরিচালিত একটি গবেষণা-জরিপের ভিত্তিতে ৩৩টি ক্যাটেগরি বা শ্রেণিতে বাংলাদেশের নেতৃস্থানীয় ব্র্যান্ডগুলোকে এবার সম্মাননা জানানো হবে। জরিপটি পরিচালনা করেছে কান্তর মিলওয়ার্ড ব্রাউন বাংলাদেশ। এবারের জরিপে ৪ হাজার ৮০০ জনের মতামত নেওয়া হয়েছে।

এর মধ্যে ২২টি এফএমসিজি (ফাস্ট-মুভিং কনজ্যুমার গুডস) ক্যাটাগরি এবং ১১টি নন-এফএমসিজি ক্যাটেগরি বা শ্রেণিতে বিবিএফ বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।

প্রত্যেক ক্যাটেগরি বা শ্রেণিতে ১০টি সার্বিকভাবে সেরা ব্র্যান্ড এবং ১০টি স্থানীয় সেরা ব্র্যান্ডকে পুরস্কার দেওয়া হবে।