ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্র্রাহ্মণবাড়িয়ার সরাইলের ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- বাসচালক মোজাম্মেল হক (৩৫), বাসের হেলপার ওবায়দুল্লা (৩৫) এবং কন্ট্রাক্টর মো. মিজান (৩০)।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দিগন্ত পরিবহনের একটি বাস মেরামতের কাজ করছিলেন ওই তিনজন। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।