‘বড়ভাই’বাহিনীর প্রধান মোশারফসহ পাঁচ বনদস্যুকে অস্ত্রসহ গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে অভিযান চালিয়ে ‘বড়ভাই’বাহিনীর প্রধান মোশারফসহ পাঁচ বনদস্যুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর আদনান জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি একনালা বন্দুক, একটি দোনালা বন্দুক, একটি রাইফেল, একটি কাটা রাইফেল, একটি শুটারগান ও ১৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি গ্রামের বড়ভাই বাহিনীর প্রধান মোশাররফ কাজী (৩০), মো. এনামুল শেখ (২৮), একই উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মো. সুমন হাওলাদার (২৫), মো. ইয়াছিন মল্লিক (৩২) ও রামপাল উপজেলার দেবিপুর গ্রামের মো. সামাদ মোল্লা (২৮)।

তাদের বিরুদ্ধে বাগেরহাটের মোংলা ও খুলনার দাকোপ থানায় চাঁদাবাজি ও অপহরণের একাধিক মামলা রয়েছে।