বড়াইগ্রাম বিদেশি রিভলভার ও গুলিসহ এক স্কুলছাত্র গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিদেশি রিভলভার ও গুলিসহ এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার উপজেলার থানা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রকি উপজেলার মহিষভাঙ্গা গ্রামের সাদেকের ছেলে ও বনপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

বড়াইগ্রাম থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. শাহরিয়ার খান জানান, সকালে থানা মোড় এলাকায় এক কিশোর সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। টহল পুলিশের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে একটি পাকিস্তানি রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ত্রটি সে হাত বদল করার জন্য অপেক্ষা করছিল।