বড় জয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : ব্যাট-বলের অসাধারণ প্রদর্শনীতে পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২০১৭ সালের আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পুঁচকে পাপুয়া নিউগিনিকে ১১৮ রানে হারিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার শ্রীলঙ্কার কলম্বোতে টস জিতে আগে বাটিংয়ে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২১৫ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনির ইনিংস।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর নারী ক্রিকেটারদের নিয়ে কড়া সমালোচনা হয়। ধারাবাহিকভাবেই ব্যর্থ হচ্ছিল দল। ঘরের মাঠে প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে মূল মঞ্চে মাঠে নামার আগে ৫ ফেব্রুয়ারি আইরিশ নারীদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে সালমা, শারমিনরা।

প্রস্তুতি ম্যাচে ৩৯ রানে জয় পাওয়ায় আত্মবিশ্বাস বেড়ে যায় মেয়েদের। সেই আত্মবিশ্বাসের জোরেই আজ পাপুয়া নিউগিনিকে নিজেদের সামনে দাঁড়াতে দেয়নি রুমানা আহমেদের দল।

ব্যাট হাতে বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরির দেখা পান ওপেনার শারমিন আক্তার ও চারে নামা ফারজানা হক। শারমিন ৫৬ ও ফারজানা ৫১ রান করেন। এ ছাড়া প্রাক্তন অধিনায়ক সালমা খাতুন অপরাজিত ৩২, সানজিদা ইসলাম ২৮ রান করেন।

বল হাতে পাপুয়া নিউগিনির হয়ে ২টি করে উইকেট নেন রাভীনা ওআ, মাইরি টম ও সবিনা জিমি।

জবাবে বাংলাদেশের নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৩২.১ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনির ইনিংস। অধিনায়ক পাউকি শিখা সর্বোচ্চ ৩২ রান করেন।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন জাহানারা আলম, পান্না ঘোষ, সালমা খাতুন ও রুমানা আহমেদ। ১ উইকেট খাদিজা তুল-কুবরার।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ বুধবার পাকিস্তানের বিপক্ষে।