কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই রফিকুল ইসলাম (৪০) খুন হয়েছেন।
শনিবার সকালে সদর উপজেলার শিবরাম গ্রামে এ ঘটনা ঘটে। বড় ভাই মোকছেদ আলীকে আটক করেছে পুলিশ। রফিকুল শিবরাম গ্রামের মৃত কিছমত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে পারিবারিক কলহের জের ধরে মোকছেদ আলীর সঙ্গে রফিকুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিকুলকে ছুরিকাঘাত করে মোকছেদ আলী। গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, মোকছেদ আলীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।