
বিনোদন ডেস্ক : তারকাদের নিয়ে ভক্তদের পাগলামি নতুন কিছু নয়। কিন্তু মাঝে মাঝে এই পাগলামি তারকাদের কাছে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই বিড়ম্বনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ।
গতকাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে দুইটি টুইট করেন ইলিয়েনা ডিক্রুজ। প্রথম টুইটে তিনি লেখেন, ‘আমরা খুবই বাজে পৃথিবীতে বসবাস করছি। আমি একজন পাবলিক ফিগার। আমি বুঝি, চাইলেই সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পারব না।’
অপর টুইটে তিনি লেখেন, “কিন্তু তার মানে এই না কোনো ব্যক্তি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। এটার সঙ্গে ‘ভক্তদের উন্মাদনা’ গুলিয়ে ফেলবেন না। দিন শেষে আমি একজন নারী।”
কি কারণে ইলিয়েনা এই টুইট করেন তা স্পষ্ট করে তখন জানা যায়নি। তবে পরবর্তীতে ভারতীয় একটি সংবাদমাধ্যমে বিষয়টি খোলাসা করেন এ অভিনেত্রী। তিনি জানান, একটি অনুষ্ঠানে অংশ নিতে গাড়ি করে যাচ্ছিলেন। কিন্তু মাঝে ট্রাফিক সিগন্যালে পড়েন। এ সময় তার গাড়ির পাশে অন্য একটি গাড়িতে থাকা ছয়জন ভক্ত তার সঙ্গে অভদ্র আচরণ শুরু করে।
এ প্রসঙ্গে ইলিয়েনা বলেন, ‘তারা গাড়ির জানালায় জোরে ধাক্কা দিতে থাকে, গাড়ির সঙ্গে নিজেদের চেপে ধরে, একজন তো গাড়ির বোনেটের ওপর শুয়ে হাসিহাসি করতে থাকে। আমি যখন ছোট ছিলাম তখন ইভ টিজিংয়ের শিকার হয়েছিলাম কিন্তু এই বয়সে এসে এই ধরনের অভদ্র আচরণ আশা করিনি।’
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার বিষয়ে তিনি বলেন, ‘তারা কে আমি তা জানিও না। সৃষ্টিকর্তা না করুন, এমন পরিস্থিতি পুনরায় হলে তা মোকাবেলা করতে পারব। এবার আমি সুরক্ষীত থেকেছি। এবার একা ছিলাম এবং এ কারণেই হয়তো তারা এমন সাহস করেছে।’