
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারীতে বউ আনতে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এলাকাবাসী ওই যুবকের মৃত দেহ পাগলারহাট পালপাড়া ছড়ার পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত যুবকের নাম সোহানুর রহমান সোহান। সে উপজেলার তিলাই ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম বাদলের ছেলে।
জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় সোহান তার প্রতিবেশী জয়নাল এবং জয়নালের বড় ভাই স্বপন ও তার বন্ধু আরেক স্বপন সহ স্বপনের বউ ফাহিমা আক্তারকে আনতে একই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর বয়জুল্লার চরে যায়। এক পর্যায়ে বউয়ের বাড়ির লোকজনের সাথে তাদের বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে এলাকায় গরু চোর ডুকেছে চিৎকারে এলাকাবাসী জড়ো হতে থাকলে ওই চারজন দৌড়ে ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। সে সময় এলাকাবাসী জয়নালকে আটক করে। স্বপনের বন্ধু স্বপন পানিতে ঝাঁপ দিলে তাকেও আটক করে এলাকাবাসী। ফাহিমার স্বামী স্বপন ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়। রাতে সোহান বাড়ি না ফেরায় সোহানের বাবা-মা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অভিযোগ করতে যায়। এ ঘটনার পর রবিবার দুপুরে সোহান পানিতে ডুবে যেতে পারে সন্দেহে পালপাড়া ছড়ায় জাল ফেলে ও ডুবুড়ি নামিয়ে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার সকালে স্থানীয় বাসিন্দা এনামূল ও তার ভাতিজা ছাইদুল মাছ ধরতে পালপাড়া ছড়ায় গেলে একটি মৃত দেহ দেখতে পায়। ছড়ায় মৃত দেহ ভাসার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ তা দেখতে ভীড় জমায়। খবর পেয়ে সোহানের আত্মীয়-স্বজন এসে নিশ্চিত করেন মৃত দেহটি সোহানের। উদ্ধারকৃত মৃতদেহের নাকে রক্তের ছাপ রয়েছে। হাতে রয়েছে কালো রঙ্গের মোবাইল। পড়নে রয়েছে হাফ হাতা গেঞ্জি ও ফুল প্যান্ট। এ রিপোর্ট লেখার সময় মামলার প্রস্তুতি চলছে। সোহানের বাবার দাবী তার ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চা ল্যের সৃষ্টি হয়েছে।