চবি প্রতিনিধি : দুর্গাপূজা, শরৎকালীন ছুটি, পবিত্র আশুরা ও ভর্তি পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাসব্যাপী ছুটি শুরু হচ্ছে।
আগামী রোববার থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ১ নভেম্বর থেকে খুলবে বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক শাখা) এসএম আকবর হোছাইন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্গাপূজা, শরৎকালীন ছুটি, পবিত্র আশুরা উপলক্ষে আগামী ২ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এ ছাড়া ১৪ ও ১৫ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক বন্ধ থাকবে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে আগামী ১৬ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস স্থগিত করা হয়েছে।
তবে ভর্তি পরীক্ষার নির্ধারিত দিন ব্যতিত অন্য দিনে পূর্বনির্ধারিত পরীক্ষা থাকলে তা যথা নিয়মে চলবে বলে তিনি জানান।