ভর্তি পরীক্ষা : খাবারের দাম বৃদ্ধির অভিযোগ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের বিভিন্ন হোটেলে খাবারের মূল্য বৃদ্ধির অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া অন্যান্য সময়ের চেয়ে অত্যান্ত নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে বলেও জানা গেছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ভর্তিচ্ছু ও অভিভাবকদের।

শুধু খাবার হোটেলগুলোতে নয়, রিকশা ও অটো চালকরাও স্বাভাবিক ভাড়ার চেয়েও কয়েকগুণ ভাড়া আদায় করছেন ভর্তিচ্ছুদের কাছ থেকে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, সাগর ক্যান্টিন, সিলসিলা রেস্তোরা, বিনোদপুর বাজার, কাজলা বাজার, স্টেশন বাজার, টুকিটাকি চত্বর ও বিভিন্ন হলের সামনে খাবারের দোকানগুলোতে মূল্য কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে।

ছোট দুই টুকরা গরু বা মুরগীর মাংসের দাম ৩০টাকা থেকে বৃদ্ধি করে ৬০ থেকে ১০০ টাকা, ছোট এক টুকরা মাছ ২০টাকা থেকে বৃদ্ধি করে ৪০-৫০ টাকা করা হয়েছে। একই অবস্থা অন্যান্য খাদ্য সামগ্রীরও।

টাঙ্গাইল থেকে আসা ভর্তিচ্ছু মেহেদী হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দেওয়া হচ্ছে। খাবারের মান এতই খারাপ যে মুখে নিয়ে ফেলে দিতে হচ্ছে। এখানে দুদিন থাকতে হবে। বুঝতে পারছি না কি হবে। না খেয়ে মারা যেতে হবে মনে হচ্ছে।

মূল্য বৃদ্ধির ব্যাপারে খাবার দোকানের মালিকগণ বলেন, ক্যাম্পাসে তো এখন ঈদ চলছে। এই চারটা দিনই তো আমাদের ব্যবসা। আমরা তো সারা বছর নেই না।

আবার অনেক দোকানদার পরিমাণ বৃদ্ধি করার কারণে দাম বাড়ানো হয়েছে বললেও বাস্তবে পরিমাণ আরো কমে গেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান বলেন, এ বিষয়গুলো প্রক্টরের দায়িত্বে আছে। তিনি ভাল বলতে পারবেন।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার দায়িত্ব আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, খাবার দোকান পাহারা দেওয়ার দায়িত্ব আমার নয়।

এ সবের দায়িত্ব কার জানতে চাইলে তিনি কিছু না বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।