ভাইদের লাঠির আঘাতে এক যুবক নিহত

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামে মামা ও মামাতো ভাইদের লাঠির আঘাতে  মিনারুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন মিনারুলের বাবা কালাম হোসেন।

পুলিশ জানায়, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে কালাম ও তার শ্যালক আব্দুল কুদ্দুসের পরিবারের সদস্যদের মাঝে ঝগড়া বাধে। এর জের ধরে আব্দুল কুদ্দুস ও তার দুই ছেলে ইসরাইল ও ইসরাফিল লাঠি নিয়ে হামলা চালায়। মাথায় লাঠির আঘাতে কালাম ও তার ছেলে মিনারুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মিনারুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কালাম হোসেন দীর্ঘদিন থেকে শ্বশুরবাড়ির পাশে বাড়িঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু তার শ্যালকের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে বুধবার সকালে দুই পরিবারের নারীদের মাঝে ঝগড়া হয়। সন্ধ্যায় পুরুষেরা কাজ থেকে বাড়ি ফিরলে আবারও ঝগড়া শুরু হয়। এর এক পর্যায়ে কুদ্দুস ও তার দুই ছেলে লাঠিসোটা নিয়ে হামলা করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত করা হবে। হামলাকারী মামা ও তার দুই ছেলেকে আটকের চেষ্টা চলছে।