জ্যেষ্ঠ প্রতিবেদক : দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকের পরদিন ভাইস চেয়ারম্যানদের নিয়েও বসবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
নতুন নির্বাহী কমিটি ঘোষণার পর দলের শীর্ষ পদ ভাইস চেয়ারম্যানদের সঙ্গে এটিই প্রথম বৈঠক হচ্ছে বিএনপি নেত্রীর।
মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে আজ সোমবার রাতে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
সার্চ কমিটিতে নাম দেওয়া নিয়ে গত ৩০ জানুয়ারি সর্বশেষ স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপি প্রধান।