ভাণ্ডারিয়ায় গাড়িচাপায় শ্রমিক নিহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইটবাহী গাড়িচাপায় দেলোয়ার হোসেন সরদার (৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন সরদার উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত রুস্তম আলী সরদারের ছেলে।

ভুবনেশ্বর ব্রিজের কাছে আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার এবং যানটি জব্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবাহী গাড়িটি গাজীপুর থেকে শহরের দিকে আসছিল। ভুবনেশ্বর ব্রিজ পার হয়ে জেলা পরিষদ মার্কেটের সামনে পৌঁছে গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক দেলোয়ার হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার।

ভাণ্ডারিয়া থানার এস আই ফারুক জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। ইটবাহী যানটি জব্দ করা হয়েছে।