বিনোদন ডেস্ক : সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং ও হেজেল কেজ। বিয়েতে উপস্থিত হয়েছিলেন কথিত প্রেমিক জুটি আনুশকা শর্মা ও বিরাট কোহলি।
বিয়েতে বেশ আনন্দেই ছিলেন তারা। এমনকি গানের তালে নাচতেও দেখা গেছে তাদের।
গত ৩০ নভেম্বর শিখ প্রথায় বিয়ে হয় যুবরাজ-হেজেলের। এরপর গতকাল গোয়ায় দ্বিতীয়বার বিহারি হিন্দু প্রথায় বিয়ে হয় তাদের। কারণ হেজেল অর্ধেক ব্রিটিশ এবং অর্ধেক ভারতীয়। তার মা বিহারি বংশোদ্ভূত। দুই ধাপে বিয়ের পর্ব শেষ করে আগামী ৭ ডিসেম্বর দিল্লিতে একটি বিবাহোত্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিকে ক্রিকেটার বন্ধুর গোয়ার বিয়েতে প্রেমিকাকে নিয়ে হাজির হয়েছিলেন বিরাট কোহলি। সম্প্রতি ইন্সটাগ্রামে প্রকাশিত হয়েছে যুবরাজের বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও। সেখানে গানের তালে নাচতে দেখা গেছে বিরাট এবং আনুশকাকে। তবে একসঙ্গে নাচেননি তারা। আলাদাভাবে নাচতে দেখা গেছে তাদের। আনুশকাকে দেখা গেছে ভারতীয় নাচে। অন্যদিকে যুবরাজের সঙ্গে বিরাট নেচেছেন গ্যাংনাম স্টাইলে।