ভারতীয় হাঙ্গামা ঢাকার হাইকোর্টে

নিজস্ব প্রতিবেদক : মোবাইল রিংটোন, ওয়েলকামটিউন ও সকল ভ্যালুয়েডেড সার্ভিস হিসেবে হিন্দি গান, ভারতীয় বাংলা গান ও উপমহাদেশের যেকোনো দেশের চলচ্চিত্রের গান ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে হাইকোর্টের দেওয়া আদেশ ও রুলে পক্ষভুক্ত হয়েছে মোবাইল ফোনভিত্তিক কনটেন্ট নির্মাতা প্রতিষ্ঠান হাঙ্গামা।

বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ভারতীয় ওই কোম্পানির পক্ষভুক্ত হওয়ার আবেদন মঞ্জুর করেন।

আদালতে হাঙ্গামার পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজীবুল ইসলাম। রিটকারী প্রতিষ্ঠান মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস, মেহেদী হাসান চৌধুরী ও ব্যারিস্টার উপমা বিশ্বাস।

এর আগে ২০১৫ সালের ৯ জুলাই মোবাইলে রিংটোন, ওয়েলকামটিউন ও সকল ভ্যালুয়েডেড সার্ভিস হিসেবে হিন্দি গান, ভারতীয় বাংলা গান ও উপমহাদেশের যেকোনো দেশের সিনেমার গান ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে এসব গান ব্যবহারকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।

সংস্কৃতি, আইন, স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং ছয়টি মোবাইল অপারেটরকে এ রুলের জবাব দিতে বলা হয়। বর্তমানে রুলটি বিচারাধীন আছে।

হাইকোর্টে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও সেক্রেটারি বাদী হয়ে রিট আবেদন করেন।