ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি তার ঘুম ভেঙে জেগে উঠেছে

নিউজ ডেস্ক : ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি তার ঘুম ভেঙে জেগে উঠেছে। আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই আগ্নেয়গিরি থেকে ছাই ও লাভা নির্গত হচ্ছে। আর ছাই এ ছেয়ে গেছে আকাশ।

১৫০ বছর ধরে সুপ্ত থাকার পর ১৯৯১ সালে প্রথম জেগে ওঠে এটি। এরপর থেকে মাঝে মাঝেই অগ্নুৎপাতের ঘটনা ঘটে। ২০১৭ সালের জানুয়ারির ২৩ তারিখে সিএসআইএর-এনআইওর রিসার্চ শিপ-এ করে একটি দল গবেষণার জন্য ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করতে গিয়ে ফের এ রকম ঘটনা দেখে। তারপর থেকেই এই আগ্নেয়গিরির ওপরে নজর রেখেছেন তারা।

এনআইও সূত্রে খবর, শুক্রবারও সারা দিন ধরেই অগ্ন্যুৎপাত হয়েছে। যা ৫ থেকে ১০ মিনিট করে স্থায়ী হচ্ছিল। ওই দিনও আগ্নেয়গিরির আশেপাশে নমুনা সংগ্রহ করছিলেন তারা। তখন আচমকাই আগ্নেয়গিরির মুখ থেকে প্রচুর ছাই উঠতে শুরু করে। দিনের আলোয় প্রথমে শুধু ছাইটাই দেখা যাচ্ছিল। পরে সন্ধ্যা হতে আগ্নেয়গিরির গা বেয়ে লাল লাভা গড়িয়ে পড়তে দেখা যায়।