আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলের একটি হাসপাতালে আগুনে ১৯ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন ১০৬ জন।
ওডিশা রাজ্যের ভুবনেশ্বর শহরের এসইউএম হাসপাতালের ডায়ালাইসিস ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। পরে ফায়ার সার্ভিসের ১২০ জন কর্মী কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে দগ্ধ কয়েকজন রোগীকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুবনেশ্বরের পুলিশ কমিশনার যোগেশ খুরানিয়া বলেন, ‘এই অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। আরো ১০৬ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে।’
এই অগ্নিকাণ্ডে দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মী বিনয় বেহেরা বলেন, ‘ডায়ালাইসিস ওয়ার্ডে শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে আমরা সন্দেহ করছি।’
প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অধিকাংশ লোক মারা গেছে বলে তার ধারণা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি নিউজ