ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টি মাঠে

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টি মাঠে গড়িয়েছে। সকালে চণ্ডিগড়ের মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে শুরু হয়েছে টেস্টটি।

সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক।

রাজকোটে প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র হয়। আর ভিশাক্ষাপত্তনমে দ্বিতীয় টেস্টে ভারত জয় পায় ২৪৬ রানের ব্যবধানে। দ্বিতীয় টেস্টটি জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় টেস্টে মাঠে নেমেছে ইংল্যান্ড।