ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হওয়ার আগে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সিকান্দ্রাবাদের জিমখানা মাঠে ভারত ‘এ’দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।
শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামা সৌম্য সরকার ফিফটি করেছেন। ৬১ বল মোকাবেলা করে ৯ চার ও ১ ছক্কায় ফিফটি পূরণ করেন হার্ডহিটার এ ব্যাটসম্যান। এরপর ৫২ রান করে শাহবাজ নাদিমের বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি।
আগামী ৯ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট ম্যাচটি হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। এই মাঠেই ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুশীলন করবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে শনিবার নেটে ঘাম ঝরায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা। মূল লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুত বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের জন্য টেস্ট স্কোয়াডে থাকা ১৫ জন খেলোয়াড়ের সঙ্গে যুক্ত হয়েছেন আবু জায়েদ রাহী। প্রস্তুতি ম্যাচ শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।