
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান শাসিত জম্মু ও কাশ্মীরে বুধবার একটি বেসামরিক বাসে ভারতের গুলি ও গোলা হামলায় নিহত হয়েছেন নয় যাত্রী।
ঘটনাস্থলে উদ্ধারাভিযানে যাওয়া একটি অ্যাম্বুলেন্সও ভারতীয়দের গুলির শিকার হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এ দাবি করেছে।
নিলাম ভ্যালির পুলিশ সুপার (এসপি) জামিল মির দাবি করেছেন, ‘লাওয়াত শহরে ছোট ও বড় অস্ত্র দিয়ে ভারতীয় সেনরা একটি কোস্টারে হামলা চালালে নয় যাত্রী নিহত ও ১১ জন আহত হন।’
তিনি আরো জানান, নিহত চারজনের লাশ ও আহত ১১ জন জেলা সদরের হাসপাতাল আথমুকামে পৌঁছেছে। বাকি পাঁচজনের লাশ এখনো কোস্টারে পড়ে আছে।
কোস্টারটি মোজাফফারাবাদে যাচ্ছিল। এখান থেকে ৯০ লাওয়াত শহরের দূরত্ব ৯০ কিলোমিটার। লাইন অব কন্ট্রোলঘেষাঁ লাওয়াত শহর।
এসপি মির জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিলাম ভ্যালিতে গোলা নিক্ষেপ শুরু হয় কিন্তু সকাল থেকে তা জোরালো হয়। অন্যান্য এলাকার কর্মকর্তারাও একই তথ্য দিয়েছেন।
নাকায়ালে পৃথক ঘটনায় ভারতীয়দের গোলা হামলায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
নাকায়ালের সহকারী কমিশনার সরদার জিশান নিসার দাবি করেছেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন এলাকায় হামলা শুরু হয়। নির্বিচারে হামলা চালানো হয়েছে।
কোটলি জোলার টাট্টা পানি সেক্টরেও হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। তবে এখান থেকে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পুঞ্চ জেলার মাদারপুর ও বাট্টাল সেক্টরের স্থানীয়রা জানিয়েছেন, তাদের এখানে ব্যাপক গোলা হামলা হয়েছে। মাদারপুরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কয়েকজন আহত হয়েছেন। তবে আমরা নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছি।
এর আগে আইএসপিআর জানায়, লাইন অব কন্ট্রোলে শাহকোট, জুরা, বাট্টাল, কারেলা, বাগ, বাসগার সেক্টরে ভারতীয় সেনারা বিনা উসকানিতে হামলা চালিয়েছে।
এদিকে, ভারত দাবি করেছে, মঙ্গলবার পাকিস্তানের হামলায় তিন সেনা নিহতে হয়েছে। এর মধ্যে একজনের লাশ ক্ষতবিক্ষত করে ফেলে পাকিস্তানি সেনারা। তিন সেনার মৃত্যুর পর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ার উচ্চারণ করেছে ভারত।