
নালিতাবাড়ী প্রতিনিধি: অবৈধ ভাবে ভারতে প্রবেশের দায়ে ৭ মাস ১৫ দিন কারাভোগের পর ২ যুববকে বাংলাদেশে হস্তান্তর ভারত। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে ওই ২ যুবককে ফেরত দেওয়া হয়।
ফেতরকৃত যুবকরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা বৈষ্টম পাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মে. সাজু মিয়া (২১) ও একই উপজেলার লাওচাপড়া গ্রামের জহরুল মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (১৮)।
পুলিশ সূত্রে, গত বছরের ২৯ ডিসেম্বর জামালপুর জেলার কর্ণজোড়া এলাকা দিয়ে সাজু মিয়া ও রুবেল মিয় ভারতে প্রবেশ করে। পরে তারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)‘র হাতে আটক হয়। আটকের পর আদালতের মাধ্যমে তাদের মেঘালয় রাজ্যের তুরা জেলা কারাগারে পাঠানো হয়। সেখানে তারা ৭ মাস ১৫ দিন কারাভোগ শেষে ১৩ আগস্ট মুক্তি পান। পরে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে তাদের ফেরত পাঠায়। ওই ২ যুবককে হস্তান্তরের সময় ভারতের ডালু থানার ইন্সপেক্টর ডি হাজং, নালিতাবাড়ী থানার উপ- পরিদর্শক শাহ আলম, ইমিগ্রেশনে দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্য আবুল হোসেনসহ বিজিবি ও বিএসফের সদস্যরা উপস্থিত ছিলেন। ইমিগ্রেশনে দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্য আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।