আন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের পাঁচ মন্ত্রী পদত্যাগ করেছেন।
মন্ত্রিসভা পুনর্গঠন করছেন মোদি। শনিবার নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করতে পারেন তিনি। তবে এর আগে আরো কয়েকজন মন্ত্রি পদত্যাগ করতে পারেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার যে পাঁচ সদস্য পদত্যাগ করেছেন, তার মধ্যে রয়েছে উমা ভারতী ও রাজিব প্রতাপ রুডি। এ ছাড়া কৃষিমন্ত্রী রাধা মোহন সিং, প্রতিমন্ত্রী সঞ্জিব বালিয়ান এবং গিরিরাজ সিং পদত্যাগ করেছেন।
মোদির মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন জোট সরকারের অন্যান্য দলের নেতারা। বিজেপি থেকেও মন্ত্রী হতে পারে।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমন আজ পদত্যাগ করতে পারেন। তাকে বিজেপির দলীয় মুখপাত্র করা হতে পারে। প্রতিপক্ষকে কঠোর ভাষায় আক্রমণে তার খ্যাতি রয়েছে দলের মধ্যে।
দক্ষমতামন্ত্রী রাজিব প্রতাপকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দলের সাংগঠনিক কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী মোদি। ২০১৯ সালের সাধারণ নির্বাচনকে মাথায় রেখে মন্ত্রিসভা ঢেলে সাজাচ্ছেন তিনি।