
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বজ্রপাতে কমপক্ষে ১১জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৫ জন। ওড়িষা রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান এ কে দাস জানিয়েছেন, বজ্রপাত আঘাত হানার আগে হতাহতরা মাঠে কাজ করছিলেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এদিকে ওড়িষার বন্যা পরিস্থিতিরও অবনতি ঘটেছে। জয়পুর জেলায় সোমবার পানিতে ডুবে মারা যাওয়া আরো তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ৪৮ ঘন্টায় নিহতের সংখ্যা সাতে দাঁড়ালো।
মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারতজুড়ে বন্যায় প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গুজরাটেই এক সপ্তাহের বন্যায় ২১৩জনের মৃত্যু হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে মারা গেছে ৩১ জন।
পশ্চিমবঙ্গের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সুরেশ কুমার জানিয়েছেন, গত এক সপ্তাহে রাজ্যে বন্যার পানিতে ডুবে ৩১জনের মৃত্যু হয়েছে।