ভারতে বন্দুকযুদ্ধে ২৩ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বন্দুকযুদ্ধে ২৩ মাওবাদী নিহত হয়েছেন।

অন্ধ্র প্রদেশ ও ওডিশা রাজ্যের সীমান্তে মালকানগিরি জেলার জঙ্গল এলাকায় সোমবার ভোরে এ বন্দুকযুদ্ধ হয়। মাওবাদীদের অবস্থানে অভিযান পরিচালনা করে অন্ধ্র প্রদেশ ও ওডিশা রাজ্য পুলিশের একটি সমন্বিত দল। তাদের সঙ্গে মাওবাদীদের গোলাগুলি হয় এবং নিহত হন ২৩ মাওবাদী।

পুলিশ জানিয়েছে, গোলাগুলির সময় মাওবাদবিরোধী অন্ধ্র প্রদেশ পুলিশের বিশেষ বাহিনীর দুই কনস্টেবল আহত হন। ওডিশা রাজ্যের মালকানগিরি জেলার রামগুরার জঙ্গলে যৌথ অভিযান চালায় দুই রাজ্যের পুলিশের একটি সমন্বিত দল। আহত দুই পুলিশ সদস্যকে হেলিকপ্টারযোগে বিশাখাপট্টনাম হাসপাতালে নেওয়া হয়।

ওডিশা পুলিশের এডিজি (গোয়েন্দা) অরুণ সারাঙ্গী জানিয়েছেন, মাওবাদীদের কাছ থেকে তারা কিছু অস্ত্র উদ্ধার করেছেন। দুদিন আগে তারা এ অভিযানের পরিকল্পনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই জঙ্গলে বৈঠক করবে মাওবাদীরা।

বৈঠক শেষে মাওবাদীরা যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। তাদের সঙ্গে প্রায় এক ঘণ্টা গোলাগুলি চলে। ঘটনাস্থল থেকে চারটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।