ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জামালপুর ৯৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন

জামালপুর : দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুর ৯৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, প্রাক্তন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জামালপুর-শেরপুর বাইপাস সড়কের পাশে শাহপুর এলাকায় ৭ একর জমিতে ‘পাওয়ার প্যাক মুতিয়ারা ৯৫ মেগাওয়াট পাওয়ার প্লান্ট জামালপুর’ নামে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালের ১০ অক্টোবর। এর ব্যয় হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই বিদ্যুৎ জ্বালানি হিসেবে ফার্নেস অয়েল ব্যবহার করা হচ্ছে।ফার্নেস অয়েল ছাড়াও গ্যাস ব্যবহারের সুবিধা রয়েছে।