ভিডিও গেম লাভারদের জন্য সুখবর

পোকেমন গো’-এর পর পোকেমন ফ্র্যাঞ্চাইজির পরের চমক ‘পোকেমন সান’ ও ‘পোকেমন মুন’। তবে এর জন্য পোকেমন লাভারদের আর একটু অপেক্ষা করতে হবে, যতক্ষণ না তাঁরা পোকেমন ফ্র্যাঞ্চাইজির ক্লাউড স্টোরেজ থেকে আমদানি করতে পারছেন। আপাতত ঘোষণা করা হয়েছে, পুজোর পরেই, অর্থাৎ নভেম্বর মাসেই লঞ্চ হে চলেছে এই গেম।

‘পোকেমন সান’ ও ‘পোকেমন মুন’

প্রথমত, এই নতুন পোকেমনের নামকরণ করা হয়েছে ‘প্যাসিমিয়ান’। এই প্রাণীটি এক বিশেষ মুভ ব্যবহার করে, যার নাম ‘অ্যাবিসিটি রিসিভার’। এর ফলে যুদ্ধের মাঝখানেই সে অজ্ঞান হয়ে পড়ে। এই বিষয়টি পোকেমনের আগের কোনও গেম-এ ঘটেনি। তবে ‘প্যাসিমিয়ান’ কেবলমাত্র ‘পোকেমন সান’-এই পাওয়া যাবে।

গেম-এর দ্বিতীয় প্রাণিটির নাম হল, ওরাঙ্গুর। এটি একটি সাইকিক চরিত্র। এটির বিশেষত্ত্ব এই যে, এই প্রাণিটি কেবল ‘পোকেমন মুন’-এই পাওয়া যাবে।

কর্তৃপক্ষের তরফ থেকে আপাতত যে ঘোষণা করা হয়েছে তা হল— আগামী ১৮ নভেম্বর ওয়ার্ল্ড ওয়াইড এই গেম লঞ্চ হবে এবং ইউরোপে লঞ্চ হবে ২৩ নভেম্বর।