
নিজস্ব প্রতিবেদক : ভুলে ভরা পাঠ্যপুস্তক ৩০ জানুয়ারির মধ্যে বাতিলের আলটিমেটাম দিয়েছে কয়েকটি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। তা না হলে আগামী ৩১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে তারা।
সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আলটিমেটাম ও কর্মসূচি ঘোষণা করা হয়। পাঠ্যপুস্তকে প্রগতিশীল লেখকদের রচনা বাদ দেওয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
কর্মসূচি ঘোষণা করেনে উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার। তিনি বলেন, ‘সরকার হেফাজতে ইসলামের সঙ্গে হাত মিলিয়ে দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়কে আমরা বলব, আগামী ৩০ জানুয়ারির আগে ২০১৭ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক বাতিল করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিন। তা না হলে আগামী ৩১ জানুয়ারি সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করা হবে। এরপরও আমাদের দাবি না মানলে দেশের সাধারণ মানুষদের নিয়ে আমরা কনভেনশন করব।’
পাঠ্যপুস্তকে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানের সমালোচনা করে তিনি বলেন, ‘কতদিন আর আপনারা রাজনৈতিক বিজ্ঞাপন দিবেন? দেশ কি শুধু শেখ হাসিনার? কোমলমতি শিশুদের আপনারা কী শেখাতে চান? তাদেরকে কি আপনারা এই শেখাচ্ছেন যে, রাষ্ট্রে জনগণের কোনো মালিকানা নেই। ’
ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার বলেন, ‘বইয়ে ভুল ও অসাম্প্রদায়িক লেখকের লেখা বাদ দেওয়ার দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। বই প্রকাশে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনতে হবে। ’
উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সফিউদ্দীন আহমেদ বলেন, ‘বইয়ে যে বিষয়গুলো এসেছে, সেগুলো ভুল নয়, এগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান, শিক্ষাবার্তা পত্রিকার সম্পাদক কে এন রাশেদা, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল্লাহেল কাফী, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জীবন আনন্দ, কেন্দ্রীয় খেলাঘরের সাংগঠনিক সম্পাদক আতিকুল হাসান প্রমুখ।