ভুয়া ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে চাঁদা আদায়কালে জনতার হাতে আটক-৩ ॥ পুলিশে সোর্পদ

নালিতাবাড়ী প্রতিনিধি ঃ শেরপুরের ড্রাগ সুপারিনটেনন্ডেন্ট এর নেতৃত্বে বিভিন্ন ফার্মেসীতে ম্যাজিষ্ট্রেট নাম দিয়ে অভিযানের নামে চাঁদা আদায়কালে জনতার হাতে আটকের পর গণধোলাইয়ের শিকার হয়েছে সঙ্গীয় ৩ জন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এঘটনার পর এলাকাবাসী বলছিলেন, অতি চালাকে গলায় দড়ি।
এসময় পরিস্থিতি বুঝে দ্রুত ড্রাগ সুপার পালিয়ে যান। ২২ আগস্ট মঙ্গলবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় বাজারে এ ঘটনা ঘটে। আজ ২৩ আগষ্ট বুধবার তাদের শেরপুরে কোর্টে প্রেরন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে, মঙ্গলবার বিকেলে শেরপুরের ড্রাগ সুপারিনটেন্ডেন্ট তাহমিদ জামিল নালিতাবাড়ী আসেন এবং শহরের হাকিম হোমিও হলের স্বত্ত্বাধিকারী হাদিউল ইসলাম (৪৮), লাকী মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী লাল মিয়া (৩৫) ও শ্রীবরদীর ইন্দিলপুর গ্রামের রফিক মিয়া (২৮) কে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন বাজারে অভিযানে নামেন। কোন প্রকার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ছাড়াই সুতিয়ারপাড় বাজার, বরুয়াজানি বাজার, নন্নী বাজার ও বনকুড়া বাজারে বিভিন্ন ফার্মেসীতে গিয়ে লাইসেন্স দেখতে চান। যাদের লাইসেন্স নেই তাদের সাথে সঙ্গীয়রা গোপনে ডেকে নিয়ে মামলার ভয় দেখিয়ে নিম্নে হাজার করে টাকা চাঁদা তোলেন। এক পর্যায়ে রাত ১০ টার দিকে বাঘবেড় বাজারের মুদী-মনোহরী দোকান এবং একটি স্টলে অভিযানের নামে ৫শ করে টাকায় আদায় করা হয়। অভিযানকালে জনৈক জাহাঙ্গীর আলম নয়নের ফার্মেসীতে গেলে নয়নের সন্দেহ হয় এবং তিনি চ্যালেঞ্জ করেন। ফলে আশপাশের লোকজন জড়ো হয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে ড্রাগ সুপার তাহমিদ জামিল দ্রুত তার প্রাইভেটকারে পালিয়ে যান। তবে সঙ্গে থাকা তিন সহযোগী হাদিউল ইসলাম, লাল মিয়া ও রফিককে আটক করে জনতা উত্তম-মধ্যম দেয় এবং আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ জব্দকৃত ২টি মোটরসাইকেল ও ৫টি মোবাইল সেটসহ ওই ৩ জনকে থানায় নিয়ে আসেন। পরে মামলা দায়ের করে শেরপুর আদালতে প্রেরণ করা হয়।
বিশ্বস্ত সূত্র জানায়, জনৈক দুই হোমিও চিকিৎসক ও একজন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন নেতা উপজেলার বিভিন্ন ফার্মেসীতে অভিযানের জন্য ড্রাগ সুপারকে উৎসাহিত করেন। লাইসেন্স বিহীন হোমিও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উঠাতে একটি সিন্ডিকেট করা হয় বলেও তথ্য পাওয়া গেছে। এব্যাপারে বাঘবেড় বাজারে প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য ছামেদুল ইসলাম বলেন, ভুয়া ম্যাজিষ্ট্রেট সেজে দোকান থেকে চাঁদা তোলার সময় উপস্থিত জনতা তাদের চ্যালেঞ্জ করে এবং হাতেনাতে আটক হয়। পরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সভাপতি নুর ইসলাম ঘটনা স্থলে গেলে স্থানীয় জনতার জিজ্ঞেসাবাদে “সে বলে টিমটি কাকরকান্দি যাওয়ার কথা এখানে যে কেন এসেছে”। পরে ওই মেম্বার ও পুলিশের সহযোগিতায় কোন রকমে তারা সবাই চলে আসে।
এ ব্যাপারে ড্রাগ সুপারিনটেন্ডেন্ট তাহমিদ জামিল বিভিন্ন বাজারে লাইসেন্স পরিদর্শনের কথা স্বীকার করে জানান, আমাকে নালিতাবাড়ীর বিভিন্ন মহল থেকে মোবাইল ফোনে অভিযোগ জানানো হয়। সেই প্রেক্ষিতে আমি তদন্তে যাই।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ৩ জনকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।