
এম এ হান্নান,ভোলা/বরিশাল,প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ধর্ষণের ফলে অন্তঃস্বত্বা প্রতিবন্ধি মমতাজের (৩০) ভূমিষ্ট সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে স্থানীয় প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরছেন ধর্ষিতার পরিবার। আজ ২৬ নভেম্বর শনিবার ভোররাতে প্রতিবন্ধি মততাজ একটি কণ্যা সন্তান প্রসব করেন। এদিকে আদালতে মামলার করার পরেও প্রভাবশালীদের ছত্রছাঁয়ায় প্রকাশ্য বাড়ি ও এলাকায় ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত মানিক। উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুর মিয়ার হাট এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় ১৫ বছর আগে কুড়ালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুর মিয়ার হাট এলাকার নুর মোহাম্মদ’র মেয়ে মমতাজের সাথে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকার বাসিন্দা ফারুকের বিয়ে হয়। মমতাজ বধীর ও কথা অস্পষ্ট হওয়ায় তার স্বামী তাকে তার পিত্রালয়ে রেখে অন্যত্র চলে যান। মমতাজের পিতা নুর মোহাম্মদ অভিযোগ করে বলেন, আমি জীবিকার তাগিদে প্রতিদিন গ্রামে গিয়ে ফেরী করে প্লাস্টিকের মালামাল বিক্রি করি। ওর মা মানুষের বাড়িতে ঝি এর কাজ করে। এই সুযোগে মমতাজকে ঘরে একা পেয়ে পাশ^বর্তী মৃত হাবিবউল্যাহ পন্ডিতের ছেলে গোলাম রহমানের মানিক (৫০) প্রায় সময় এসে জোর পূর্বক ধর্ষণ করে। বিষয়টি মমতাজ আমাদেরকে জানানলে আমি একদিন দুপুরে কাজে না গিয়ে মানিককে এসে আমার ঘরে আটক করি। পরে বাজার থেকে লোক এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে স্থানীয়গণ্যমান্যদের জানালে তারা ফসালার নামে আমাদের সাথে তালবাহানা করতে থাকেন। মামলার বাদী মা কহেনুর বেগম বলেন, ধর্ষণের কিছু দিন পর জানতে পারি মমতাজ অন্তঃস্বত্ত্বা হয়ে পরেছেন। তার পর থেকে কয়েক মাস পর্যন্ত এলাকার মেম্বার, চেয়ারম্যান সহ স্থানীয়গণ্যমান্যদের পিছনে সুবিচারের জন্য ঘুরে বিচার না পাওয়া গত ১০/৫/১৬ ইং তারিখে মোকাম ভোলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩১৪/১৬ মামলা দায়ের করেছি। আদালতে মামলার করার পরও প্রভাবশালীদের ছত্রছাঁয়ায় এখনো প্রকাশ্য বাড়ি ও এলাকায় ঘুরে বেড়াচ্ছে মানিকা। আমারা গরিব বিধায় সমাজে আমাদের কোন সু বিচার নেই! সদ্যভূমিষ্ট নবজাতকে পিতা মানিক বলেই দাবি করেছেন প্রতিবন্ধি মমতাজ। অন্তঃস্বত্ত্বা হওয়ার পর থেকে ভূমিষ্ট সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, গ্রামের প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরছেন ধর্ষিতা ও তার পরিবার।এদিকে এলাকাবী লম্পট মানিকের শাস্তি দাবি করেছেন।এব্যাপারে অভিযুক্ত মানিকের বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের টের পেয়ে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় ইউপি সদস্য মিলন মাতব্বর বলেন, আমারা সদ্যভূমিষ্ট নবজাতকে পিতৃপরিচয়ের জন্য আগ থেকেই অনেক চেষ্টা করেছিলাম। ওপর মহলের প্রভাবের কারণে তা করা সম্ভব হয়ে উঠেনি। এব্যাপারে ভোলা সদর সার্কেলে এএসপি মামুনুর রশিদ জানান, আমরা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করিছে। আদালতের দিদের্শনা পেলে অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলেও জানান। সদ্যভূমিষ্ট সন্তানের কি তার আপরধা? কি তার পিতৃপরিচয়! পিতৃপরিচয়ের বিহীন সে সমাজের অবেহেলীত বুঝার পাত্র নয় তো ?