ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দ্বায়ে আটক ভারতীয় নাগরিককে বিএসএফ এর কাছে হস্তান্তর

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ অনুপ্রবেশের দ্বায়ে আটক এক ভারতীয় নাগরিককে বিএসএফ’র কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত ৮ মার্চ ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকার মনছের আলী পুলিশের হাতে আটক তার ছেলে মিজানুরকে ছাড়িয়ে নেয়ার উদ্দেশ্যে বাংলাদেশে এলে পুলিশ তাকেও অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এদিকে মনছের আলীকে ভারত থেকে ধরে আনা হয়েছে বলে ভারতীয় বিএসএফ ও পুলিশ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। পরে কোর্টের নির্দেশে সোমবার বিকাল ৫টায় বাগভান্ডার সীমান্তের ৯৬২ আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে বিজিবি-পুলিশ ও বিএসএফ’র আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে তাকে হস্তান্তর করা হয়। এ সময় ভূরুঙ্গামারী থানার এস আই নিমাই চন্দ্র, বাগভান্ডার বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আলাউদ্দিন এবং ১০১ বিএসএফ কমান্ডিং অফিসার প্রভিন্দ্র কুমার সিং উপস্থিত ছিলেন।
উল্লেখ্যে, ঘটনার দিন মনছের আলীর ছেলে মিজানুর রহমান (২১) ইয়াবা ট্যাবলেট বিক্রি করার উদ্দেশ্যে বাংলাদেশের বাগভান্ডার গ্রামের আমির হোসেনের বাড়ীর কাছে আসলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে ইয়াবা সহ আটক করে।