ভূরুঙ্গামারীতে আইসিভিজিডি সুবিধাভোগীদের সাথে প্রতিমন্ত্রীর মত বিনিময়

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আইসিভিজিডি প্রকল্পের সুবিধাভোগীদের সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি মত বিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার গুচ্ছগ্রামে আইসিভিজিডি প্রকল্প পরিদর্শন করে প্রকল্পের সুবিধাভোগীদের সাথে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় তিনি সুবিধাভোগীদের উন্নতি ও সমস্যাদি নিয়ে আলোচনা করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা খানম, মহা পরিচালক শাহীন আহম্মেদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার (ডব্লিউএফপি) কাকলী চক্রবর্তী, এপেক্স নির্বাহী পরিচালক পবিত্র কুমার দাশ, কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিন, এসপি তোবারক উল্ল্যাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনাক প্রমুখ।