ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ ইভটিজিং এর অপরাধে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে গত শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আজাহারুর ইসলামের অফিস কক্ষে অনুষ্ঠিত ভ্রাম্যমান আদালতে অভিযোগ প্রমাণ হওয়ায় দন্ড বিধি ৫০৯ ধারায় জাহেদুল ইসলাম (২২) নামক এক যুবককে বিনাশ্রমে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের চর সতিপুরী গ্রামের আঃ রশিদেও পুত্র ভ’রুঙ্গামারী ডিগ্রী কলেজের ছাত্র জাহেদুল ইসলাম সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামের গোলজার হোসেনের মেয়ে সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে সুযোগ পেলেই যখন-তখন উত্যক্ত করত। অতিষ্ঠ হয়ে ঐ ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ জাহেদুল ইসলামকে আটক করে বিচারের সন্মুখীন করলে তার কারাদন্ড হয়।