ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধি ঃ ভূরুঙ্গামারীতে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
জানা গেছে, শুক্রবার মধ্য রাতে দুর্বৃত্তরা শিলখূড়ি ইউনিয়নের চর উত্তর তিলাই গ্রামের আজিজুল হকের ছেলে দেলোয়ার হেসেনের (৩০) শোবার ঘরে সিঁধ কেটে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। চিকিৎসার জন্য প্রথমে তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থার কারনে উন্নত চিকিৎসার জন্য দেলোয়ার হোসেনকে রংপুর মেডিক্যালে কলেজ হাসপাতালে প্রেরণ করে। থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে । এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।