ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্রুত গামী ট্রাকের চাপায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সরেজমিনে জানা গেছে, গত সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্রী রিনা খাতুন (১৪) প্রাইভেট পড়া শেষে বাড়ী ফিরছিল।
মেয়েটি দক্ষিণ ভরতের ছড়া কড়ইতলা নামক স্থানে পৌছিলে সোনাহাট স্থল বন্দরগামী সায়েল এন্ড আহাদ নামক একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-০৬৭১)দ্রুত বেগে যাবার সময়ে ট্রাকটির সামনের ডান চাকায় মেয়েটির কাপড় জড়িয়ে যায়। ফলে চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই সে মারা যায় । এলাকাবাসী ট্রাকটিকে আটক করে। চালক পালিয়ে যায় । পুলিশ ঘটনা স্থল গেলে উত্তেজিত জনতা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এ সময়ে মেয়েটির জ্যাঠাত ভাই বাদশাকে পুলিশ এ্যারেষ্ট করতে চাইলে জনতা-পুলিশ বাক-বিতন্ডার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনা স্থলে পৌচেছে।