মোক্তার হোসেন সরকার, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের বসুনটারী পল্লী সমাজের উদ্যোগে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর সহযোগীতায় চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিস টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইনে বিনা মূল্যে প্রায় শতাধিক নারী-পুরুষের চক্ষু পরীক্ষা করা হয়েছে। চক্ষু রোগীরা সেখান থেকে স্বল্প মূল্যে চশমা সংগ্রহের সুবিধা পান। এছাড়াও ক্যাম্পেইনে মাত্র দশ টাকার বিনিময়ে প্রায় শতাধিক নারী-পুরুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়মনিরহাট ইউপি সংরক্ষিত মহিলা সদস্য সোনা ভান বেগম, মডেল স্বাস্থ্য সেবিকা জুলেখা বেগম, ব্র্যাক এইচএনপিপির পিও কামরুজ্জামান, জয়মনিহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আঃ কাদের, পল্লী সমাজ সভাপতি লাইলী বেগম,সম্পাদক শাহিনুর বেগম, উপজেলা সাংবাদিক ফোরাম সম্পাদক শামসুজ্জোহা সুজন প্রমূখ। তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক সামাজিক কর্মসূচীর এফও দুলাল হোসেন।