ভূরুঙ্গামারীতে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল প্রতিযোগীতা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ভূরুঙ্গামারীর বাগভান্ডার সীমান্তের বাগভান্ডার উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টায় খেলার উদ্বোধন করেন বিজিবি রংপুরের সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল আবুল কালাম আজাদ এবং কোচবিহার বিএসএফের ডিআইজি সিএল বিলওয়া। এ সময় কুড়িগ্রাম ও লালমনিরহাট বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আউয়াল উদ্দিন আহম্মেদ ও লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ পিএসসি এবং ১০০ বিএসএফের কমান্ডেন্ট বিক্রম কুনওয়ার ও ৪২ বিএসএফের কমান্ডেন্ট সরস কুমার সিং উপস্থিত ছিলেন। এর আগে বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করেন। উভয় দেশের সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিজিবি-বিএসএফের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী উপস্থিত ছিলেন। খেলায় বিজিবি ২-০ ব্যবধানে জয়লাভ করে। পরে উভয় দলকে ট্রফি প্রদান করা হয়।