
মোক্তার হোসেন সরকার, ভ’রুঙ্গামারী(কুড়িগ্রাম) থেকেঃ/ ভ’রুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধীঃ কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসারদের জন্য নির্মিত অফিস-কাম- রেসিডেন্স দালানগুলো ভেঙ্গে-চুড়ে পরিত্যাক্ত হয়ে পড়ে আছে। ফলে কৃষি অফিসাররা দায়িত্ব রত রøকে অবস্থান করতে না পারায় কৃষকদের পর্যাপ্ত সেবা প্রদানে সমস্যায় ভুগছেন।
জানা গেছে, গত ৯০’র দশকে উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৯টিতে মাত্র ১০ শতাংশ করে জমির উপরে বি এসদের অফিস-কাম-রেসিডেন্স ভবন নির্মান করেন।যে গুলোর পরিসর ছিল নিতান্তই আটো- সাটো। নিন্ম মানের নির্মান কাজের জন্য অল্প সময়ের মধ্যেই দালান গুেেলা বসবাসের অযোগ্য হয়ে পড়ে। কিন্তুু সে সব দালান মেরামত কিংবা পূণ নির্মানের কোন ব্যবস্থা গ্রহন না করায় বি এসরা ঐ ভবন গুলো ব্যবহার করা ছেড়ে দিয়ে বাধ্য হয়ে অন্যত্র অবস্থান করতে থাকেন।
পরিত্যাক্ত হওয়ার কারনে ভবন গুলো সমাজ-বিরেধীদের মদ-জুয়ার আড্ডায় পরিনিত হয়। ধীরে ধীরে দালান গুলোর ইট-কাট-আসবাবপত্র হারিয়ে যায়।
এদিকে কৃষি কর্মকর্তারা নিজ- নিজ কর্মস্থলে অবস্থান না করায় কৃষকদের কৃষি কাজের পরামর্শ পেতে সমস্য হয়। উপ-সহকারী কৃষি অফিসার শরিফুল ইসলাম এবং মোহাম্মদ মুরাদ বলেন, আমরা আমাদের সুবিধা মত স্থানে অবস্থান করলেও কৃষদের সাথে নিয়ম মাফিক যোগাযোগ রক্ষা করছি। আমাদের বাসস্থান থাকলে সার্বক্ষনিক ভাবে কৃষদের সাথে মিশে থাকা সহজ হত।
ভবন গুলোর পূণ নির্মান সম্পর্কে উপজেলা কৃষি অফিসার আক্তারুজ্জামান কোন তথ্য দিতে পারেননি। উপ-পরিচালক খামারবাড়ি কুড়িগ্রাম মকবুল হোসেনের সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন যে, ডিজি অফিস এবং কৃষি মন্ত্রনালয় এ ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবে।
এ ব্যপারে এলাকার সচেতন ব্যক্তিরা বলেনঃ কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকের ভাগ্যোন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি সম্পর্কে কৃষকদের দ্রত পরামর্শ প্রদানের জন্য জরুরি ভাবে সারাদেশে কৃষি অফিসারদের জন্য প্রত্যেক ইউনিয়নে অফিস-কাম-রেসিডেন্স নির্মান করা উচিত।