মোক্তার হোসেন সরকার ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকেঃ ভূরুঙ্গামারীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ভবনটি নির্মানের ফলে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের বাড়তি কিছু আয় হওয়া সহ মনোরম পরিবেশে বীর মুক্তিযোদ্ধারা স্বাচ্ছন্দে বিভিন্ন সভা সেমিনার সহ অফিসিয়াল কাজ নির্বিঘেœ করতে পারবেন।
সম্প্রতি প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশ ব্যাপি সকল উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মানের উদ্যোগ গ্রহন করেন। এই প্রকল্পের আওতায় ভূরুঙ্গামারী উপজেলার বর্তমান মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সম্মুখে অধিগ্রহন কৃত ৫শতক জমিতে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ইউএনও মোঃ আজাহারুল ইসলাম, সহকারী কমিশনার(ভুমি)মামুন ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহমেদ, ডেপুটি কমান্ডার মোঃ আলম হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
বৈরী আবহাওয়ার কারনে নির্মান কাজ কিছুটা বিঘিœত হলেও বর্তমানে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিন তলা ভবনটির নিচ তলায় ৮টি দোকান ঘর থাকবে । দ্বিতীয় তলায় হবে কমিউনিটি হল এবং তৃতীয় তলায় হবে অফিস। দোকান ঘর এবং কমিউনিটি হল ভাড়া বাবদ প্রতি মাসে বাড়তি আয় হবে যা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় হবে।
এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ এনতাজুর রহমান বলেন, ‘জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য কমপ্লেক্স ভবন নির্মানের কাজটি আমরা সঠিক ভাবে পর্যবেক্ষন করছি। সিডিউল মোতাবেক যথাযথ ভাবে ভবন নির্মাণ সম্পন্ন হবে।