
মোক্তার হোসেন সরকারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সমাজ সেবা অফিস প্রাঙ্গন এখন ভাতা-ভোগীদের ভিড়ে মুখরিত। বিভিন্ন শ্রেণীর ভাতা-ভোগীরা প্রায় প্রতি কর্মদিবসে অফিসে উপস্থিত হন ভাতার টাকা উত্তোলন করতে। সমাজ সেবা অফিসের সামনে বৃক্ষ-শোভিত মায়া-ময় ছায়ায় বসে তারা পারষ্পরিক সুখ-দুংখের আলাপ করেন। অনেকে করেন অতীত জীবনের স্মৃতিচারন। সমাজ সেবা অফিসের অফিসার এবং ব্যাংক কর্মকর্তারাও ঐ গাছ তলাতেই টেবিল-চেয়ার পেতে পরিশোধ করেন ভাতা-ভোগীদের পাওনা টাকা। কাজের ফাকে তারাও মাঝে-মধ্যে জড়িয়ে পড়েন উপস্থিত ব্যক্তিদের সুখ-দুংখের আলাপ-আলোচনার মধ্যে। এমনি প্রাণবন্ত পরিবেশে প্রায় কর্মদিবসেই সমাজ সেবা অফিস থাকে কর্মমুখর।
উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলমিটার দুরের শালঝোড় গ্রাম থেকে বয়স্ক ভাতা তুলতে আসা ৮০ বছরের মত বয়সী মজিরন বেওয়া বললেনঃ প্রায় ৩ মাইল চরের পথ হাটতে হয়। আসতে খুব কষ্ট হয় তার তুবও টাকার প্রয়োজনে আসতেই হয়। দয়া করে সরকার যে টুকুদেয়, তাতে কিছুই হয় না। কিন্তু সরকার এ টুকুও না দিলে সেটাই বা সে পাবে কোথায়? পাথরডুবি গ্রামের হযরত আলী বলেন, শেখ হাসিনার আমলে প্রতি মাসে শ’ভাও কিছু টাকা পাচ্ছি, না হলে কি যে হত আল্লাই জানে। তিলাইয়ের জমির উদ্দিন বলেন, তিনি নানা রোগে আক্রান্ত। ভাতার টাকায় কিছু ঔষধ কিনে খেতে পেরে কিছুটা আরামে থাকতে পারেন।
জানা গেছে, উপজেলায় বর্তমান মোট ভাতাÑভোগীর সংখ্যা ১১ হাজার ৪শ ৫০ জন। তন্মধ্যে শহীদ মুক্তিযোদ্ধা ১০ জন যুদ্ধাহত ৬ এবং ৮৩৩ জন সাধারন ভাতা-ভোগী মুক্তিযোদ্ধা।
ইউনিয়নওয়ারি বয়স্ক ভাতা-ভোগীর সংখ্যা পাথরডুবি ইউনিয়নে ৫৭৮ জন, বিধবা ভাতা-ভোগী ৩০৫ জন , প্রতিবন্ধি ভাতাÑভোগী ১৫০ জন। শিলখুড়ি ইউনিয়নে বয়স্ক ৫৬১, বিধবা ৩০৬, প্রতিবন্ধি ১৩৫ জন। তিলাই ইউনিয়নে বয়স্ক ৪৪৫ বিধবা ৩০৬ প্রতিবন্ধি ১৩৫জন। চর- ভূরুঙ্গামারী ইউনিয়নে বয়স্ক ৪১১ বিধবা ৩০৮, প্রতিবন্ধি ৯৬ জন। ভূরুঙ্গামারী সদর বয়স্ক ৯৬৩ বিধবা ৩১৩, প্রতিবন্ধি ২৯৩ জন। জয়মনির হাট বয়স্ক ৪৯৫ বিধবা ৩০৬ প্রতিবন্ধি ১১৯ জন। আন্ধারিঝাড় ইউনিয়নে বয়স্ক ৬০২, বিধবা ৩০৬, প্রতিবন্ধি ১১৯ জন। বলদিয়া ইউনিয়নে বয়স্ক ৬০৪, বিধবা ৩০৮, প্রতিবন্ধি ১৫৮ জন। বঙ্গ-সোনাহাট ইউনিয়নে বয়স্ক ৪৯৯, বিধবা ৩০৭, প্রতিবন্ধি জন। পাইকেরছড়ায় ইউনিয়নে বয়স্ক ৬০০, বিধবা ৩০৬, প্রতিবন্ধি ১৬১ জন। মোট বয়স্ক ভাতা-ভোগীর সংখ্যা ৫৭৫৮, বিধবা ৩০৭১ এবং প্রতিবন্ধি ১৪৯২ জন।
এ ছাড়া প্রাথমিক পর্যায় ১৩০, মাধ্যমিক পর্যায় ৬২ উচ্চ মাধ্যামিক পর্যায়ে ১৭ উচ্চতর শিক্ষা ক্ষেত্রে ৭ মোট ২১৬ জন শিক্ষার্থী শিক্ষা উপ-বৃত্তি পাচ্ছেন।
এর সাথে মহিলা বিষয়ক অধি-দপ্তর থেকে ৯৯ জন মহিলা মাতৃত্বকালীন ভাতা ভোগ করছেন। একই অধি-দপ্তর থেকে ভিজিডি সুবিধা ভোগ করছেন, ৩ হাজার ৫শ’ ৬১ জন। প্রতি মাসে তারা ৩০ কেজী চাউল/গম পেয়ে থাকেন। তাছাড়াও উপজেলা পরিষদের তহবিল থেকে বিভিন্ন খাতে অনেকেই নানা রকম অনুদান পেয়ে থাকেন।
উপজেলায় ৮৩৩ জন মুক্তিযোদ্ধা ৫০৫৮ জন বয়স্ক ৩০৭১ জন বিধবা ১৪৯২ জন প্রতিবন্ধি ২১৬জন শিক্ষার্থী এবং ৯৯ জন প্রসুতিকে ভাতা প্রদান বাবদ প্রতি মাসে সরকারের নগদ ব্যায় হচ্ছে প্রায় ১ কোটি ৪১ লাখ ৬৯ হাজর ২শ’ টাকা ।
কিন্তুু এলাকার সচেতন ব্যক্তিদের মতে নদী ভাঙ্গণ কবলিত দারিদ্র পীড়িত লোক জনের জন্য ভাতা ভোগীর সংখ্যা আরও বাড়ানো উচিৎ।