কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে শ্রীনগরে ধান কাটতে গেল ৬০জন শ্রমিক।করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের ধান কাটা শ্রমিক সংকট দেখা দিলে উত্তরাঞ্চল থেকে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে শ্রমিকরা।
সোমবার(২৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের প্রত্যয়ন পত্র নিয়ে বাস যোগে শ্রীনগরের উদ্দেশ্যে ধান কাটতে রওয়ানা দেন ৬০জন শ্রমিক।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম, সিনিয়র এএসপি শওকত আলী, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম জানান, আগ্রহী শ্রমিকদের প্রত্যয়নপত্র সহ সব ধরনের সহযোগিতা করছি, যাতে রাস্তায় কোন অসুবিধা না হয়।