ভেঙে যেতে পারে যুবরাজের সেই রেকর্ড

খেলা ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলছে। এবারের বেশ্বিকাপে রেকর্ড ২০টি দল অংশ নিচ্ছে। ধারণা করা হচ্ছে এবারের আসরে বেশ কিছু রেকর্ড ভেঙে যাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিং এমন এক রেকর্ড গড়েছেন, যা আজও অক্ষত আছে।

মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ভারতের যুবরাজ সিং। ওই ইনিংসে তিনি ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে।

যুবরাজের ওই কীর্তির পর আরও সাতটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে; কিন্তু কোন ব্যাটসম্যান তার সেই রেকর্ড ভাঙতে পারেননি।

গত বছর মঙ্গোলিয়ার বিপক্ষে ৯ বলে হাফ সেঞ্চুরি করে ওই তালিকার শীর্ষে চলে গেছেন নেপালের দীপেন্দ্র সিং।

বিশ্বকাপে দ্রুততম ফিফটির রেকর্ড
খেলোয়াড় বল ম্যাচ
যুবরাজ সিং ১২ ভারত-ইংল্যান্ড
স্টেফান মাইবুর্গ ১৭ নেদারল্যান্ডস-আয়ারল্যান্ড
মার্কাস স্টোইনিজ ১৭ অস্ট্রেলিয়া-শ্রীলংকা
গ্লেন ম্যাক্সওয়েল ১৮ অস্ট্রেলিয়া-পাকিস্তান
লোকেশ রাহুল ১৮ ভারত-স্কটল্যান্ড
শোয়েব মালিক ১৮ পাকিস্তান-স্কটল্যান্ড