ভেনেজুয়েলায় বিরোধী দলের দুই নেতাকে পুনরায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় বিরোধী দলের দুই নেতাকে পুনরায় গ্রেপ্তার করেছে সরকার। মঙ্গলবার গ্রেপ্তারকৃত লিওপল্ডো লোপেজ ও অ্যান্টনি লিডিজামার স্বজনরা এ তথ্য জানিয়েছেন। সংবিধান পরিবর্তনে বিতর্কিত গণভোট অনুষ্ঠানের দুদিনের মাথায় তাদেরকে গ্রেপ্তার করা হলো।

২০১৪ সালে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে এই দুই নেতা গৃহবন্দী ছিলেন। তিন বছর কারাবাসের পর গত ৮ জুলাই লোপেজকে সামরিক কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী রাখা হয়।

তাদের স্বজনরা জানিয়েছেন, লোপেজ ও লিডিজামাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা তারা জানেন না।

লোপেজের স্ত্রী লিলিয়ান টিনটরি টুইটারবার্তায় জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১২টা ২৭ মিনিটে তার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। লোপেজের কিছু হলে এর জন্য প্রেসিডেন্ট নিকোলোস মাদুরো দায়ী থাকবেন বলেও লিখেছেন তিনি।

লিডিজামা কন্যা ভানেসা লিডিজামা তার বাবাকে স্রেফ পায়জামা পরিহিত অবস্থায় ভেনেজুয়েলার গোয়েন্দা কর্মকর্তারা গ্রেপ্তার করে নিয়ে গেছেন সেই ভিডিও পোস্ট করেছেন।