ভৈরবে পুলিশের মাসোয়ারার টাকা উত্তোলন করছেন দালাল মিজান

বাংলাদেশ হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের-ভৈরব হাইওয়ে থানা পুলিশ মাসোয়ারা উত্তোলনে নিযুক্ত করেছেন দালাল চক্র। জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলার গাড়িগুলো যেমন, সিএনজি, ৫০০ টাকা, মাহিন্দ্রা ট্রাক্টর ৫০০০ টাকা, ব্রয়লার ফার্ম গাড়ি, নসিমন করিমন ভটভটি ইত্যাদি, গাড়িগুলো চলাচলের উপর আরোপ করা আছে পুলিশের মাশোয়ারা।

এই বিষয়ে মিজানের সাথে কথা বললে মিজান জানান, ৩ লক্ষ ৫০ হাজার টাকা ভৈরব হাইওয়ে থানায় যখন যে ওসি থাকেন তাকে প্রতি মাসে দিতে হয়।

প্রাথমিক অনুসন্ধানে উঠে আসে তাদের পরিচয়, হাইওয়ে পুলিশের সাথে প্রতিনিয়ত দালালিতে থাকা ব্যক্তিদ্বয়, কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর শহরের কমলপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কফিল উদ্দিন এর ছেলে মোঃ মিজান, ভৈরব হাইওয়ে থানা সংলগ্ন ভাড়াটিয়া দালাল কামাল, ভৈরব পৌরসহরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ফাইজুল ও বাজিতপুর ভৈরব সিএনজি স্ট্যান্ডের সুপারভাইজার রফিক।

সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে-ক্রাইম পেট্রোল বাংলাদেশ মিডিয়া লিঃ অফিস অনুসন্ধানী প্রতিনিধিদল। ১৪/০২/২০২৫ ইং তারিখের রবিবার দুপুর আনুমানিক ১২ টাই কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিকাপ্রসাদ নামক স্থানে ভৈরব হাইওয়ে থানা পুলিশের মাসোয়ারা উত্তোলনে গাড়িতে লাগানো ঈগল পাখি জিরাফ ও রূপচাঁদা স্টিকারের বিষয়টি সরেজমিনে গেলে উঠে আসে।

গাড়ি চালকদের সাথে এই বিষয়ে কথা বললে চালকরা জানান, মাসোয়ারা টাকা দিয়ে প্রমাণস্বরূপ তাদের দেওয়া স্টিকার গাড়িতে লাগিয়ে না রাখলে গাড়িগুলো আটক করে থানায় নেন এবং ৩০০০ থেকে ৫০০০ হাজার টাকা জরিমানা করেন, তাই আমরা বাধ্য হয়ে দালালের নিকট স্টিকার গাড়িতে লাগিয়ে চলাচল করছি।

ভৈরব হাইওয়ে থানাধীন ছোটবর সব ধরনের গাড়ি থেকে মাসোয়ারা (৩ লাখ ৫০ হাজার) টাকা শুধু ওসি’কে দিতে হয় বিষয়টির সত্যতা নিশ্চিত করে ক্রাইম পেট্রোল বিডি অফিস টিম,এবার সাক্ষাৎ করেন মোঃ নূর অফিসার ইনচার্জ ভৈরব হাইওয়ে থানা এর সাথে ওসি নূর অনুসন্ধানী প্রতিবেদককে বলেন, আমি ডিসেম্বর মাসে এই থানায় জয়েন করেছি, এবং এখানকার সবকিছু এখনো চেনাজানা হয়নি। তবে ৩ লাখ ৫০ হাজার টাকা আমি পাইনি আমি পেয়েছি ,(হানডেড সেভেন্টি-১ লাখ ৭০ হাজার)

একপর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদককে ম্যানেজ স্বরূপ কিছু টাকা দিতে চান যা রেকর্ড হয় অনুসন্ধানী প্রতিনিধিদের সাথে থাকা গোপন ক্যামেরায়।