নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ৫ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের নামে একদলীয় শাসন কায়েম করে জনগণকে জিম্মি করেছে। তাই জনগণকে নিয়ে গণতন্ত্র উদ্ধারে একসঙ্গে সবাইকে কাজ করতে হবে।’
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৫ জানুয়ারি শহীদ যুবনেতা মাসুদ রায়হান স্মরণে ‘মুক্তি আসে কোন পথে- সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুব জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ আলোচনা সভার আয়োজন করে।
আমীর খসরু বলেন, ‘জনগণ ভোটাধিকার হরণের দিবস হিসেবে ৫ জানুয়ারিকে জানে। এ দিন গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। জনগণ যেন এর প্রতিবাদ করতে না পারে সেজন্য বিএনপিকে ৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে জনসভার অনুমোদন দেওয়া হয়নি।’
তিনি আরো বলেন, ‘ভোটসন্ত্রাস, কারচুপি ও জালিয়াতির নির্বাচন ছাড়া এ সরকার জাতিকে আর কিছুই উপহার দিতে পারেনি। ভোটকেন্দ্রে রক্তাক্ত লাশের ওপর দাঁড়িয়ে ভোট চুরি, ব্যালট বাক্স ছিনতাই, ফল ছিনিয়ে নেওয়ার নির্বাচন উপহার দিয়েছে।’
আমীর খসরু বলেন, ‘জনগণের প্রত্যাশার কথা চিন্তা করেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও শক্তিশালী করার লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে একটি প্রস্তাব দিয়েছেন। এর উদ্দেশ্য হচ্ছে দেশে সাংঘর্ষিক রাজনীতির যে সংস্কৃতি আছে, তা থেকে বেরিয়ে এসে আলোচনা- সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করা।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সারা দেশে কালো পতাকা মিছিল, ব্যাজ ধারণ ও ৭ জানুয়ারি সরকার অনুমোদন দিলে ঢাকায় সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি পালন করতে সারা দেশের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’
এ সময় যুব জাগপার সভাপতি আলহাজ্ব ফাইজুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সহসভানেত্রী অধ্যাপিকা রেহানা প্রধান, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান , জাগপার সভানেত্রী রেহানা প্রধান, জাগপার সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে নির্বাচন অনুষ্ঠানের দিন ৫ জানুয়ারিকে আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এবং বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে।