ভোট কি হামরা জানি না?

আল-আমিন,নীলফামারী: ভোট কি হামরা এলাও জানি না। ভোট তুলছি ২০১২ সালে এখন ২০২২ সাল কিন্তু এলাও ভোট দিবার পানুনা। হামরা কি দেশের নাগরিক না? হামরা ভোট দিবার চাই, তাই প্রধানমন্ত্রীর কাছে হামার অনুরোধ খোকশাবাড়ী ইউনিয়নে খুব তারাতারি যেন ভোট হয় বলেছেন, নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তরুন ভোটার মামুনুর রশিদ মামুন ও ৭ নং ওয়ার্ডের মোঃ ইউসুব।

বুধবার (০৯ মার্চ/২২) দুপুরে ইউনিয়নের জোরাপুল বাজারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন তারা। এসময় খোকশাবাড়ী ইউনিয়নের ৯ ওয়ার্ডের শত শত নারী ও পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ আজিজুল আলম বলেন, আমাদের ইউনিয়নে সর্বশেষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ৫ জুন ২০১১ তারিখে। প্রতি পাঁচ বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও কি কারনে ১১ বছর ধরে ভোট হচ্ছে না আমরা জানি না। আমরা দ্রæত ভোট চাই।

বীরমুক্তিযোদ্ধা গোরাচাঁদ রায় (৮৫) বলেন, আমরা দেশের জন্য যুদ্ধ করেছি কিন্তু আইজ স্বাধীন দেশে ১১ বছর ধরি ভোট দিবার পারিনাই। এইটা খুবেই দুঃখের। এইজন্য কি হামরা দেশ স্বাধীন করিছিলাম?
এবিষয়ে ৩ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান প্রধান বলেন, আমার ইউনিয়নে কোন মামলা বা সীমানা জটিলতা নেই, তবুও কেন ভোট হচ্ছে না আমি জানি না। নির্বাচনের দাবীতে আমি কয়েকবার নির্বাচন অফিসে গিয়েছিলাম। আমিও চাই আমার ইউনিয়নে দ্রæত নির্বাচন দেওয়া হোক।

জানতে চাইলে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো আফতাব উজ্জামান বলেন, খোকশাবাড়ী ইউনিয়নের নির্বাচনের জন্য আমরা প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন দিয়েছি। আশা করি ঈদুল ফিতরের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্যঃ নীলফামারী সদর উপজেলায় পর্যায়ক্রমে ১৫ ইউনিয়নের মধ্যে ১৪ টি ইউনিয়নে সর্বশেষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৭ ই ফেব্রæয়ারী ২২ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। খোকশাবাড়ী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ওই ইউনিয়নের নারী ও পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৬ শত ৩৯ জন। নির্বাচনের দাবীতে ফুঁসে উঠেছে ওই ইউনিয়নের হাজার হাজার ভোটার ও জনসাধারন।