
ভোলা জেলা প্রতিনিধি, মো: বাবুল : ০৬-০৮-২০১৭ তারিখ রোজ রবিবার সকাল ১০ঘটিকায় জনাব খন্দকার মোশাররফ হোসেন(এম.পি)-এর আগমনে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রখেন। তিনি ভোলা বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন এবং কাজের প্রশংসা করেন।উক্ত সভায় ভোলার প্রাণ প্রিয় গরিব-দুঃখী ও মেহনতি মানুষের নয়নের মনি বাণিজ্য মন্ত্রী আলহাজ্ব জনাব তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন।
তিনি বলেন ভোলা বিদ্যুৎ এর সংকট নেই আমাদের রাস্তা-ঘাট সম্পূর্ন পাঁকা ভোলায় কোনো কাঁচা রাস্তা-ঘাট নেই। তিনি আরও বলেন চাহিদা পরিমানে অনেক গ্যাস উৎপন্ন হয় এবং ভোলাকে ডিজিটাল জেলায় রূপান্তর করবেন। তিনি আরও বলেন আগামী নির্বাচনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান করেন।