ভোলায় ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের কর্মশালা সম্পন্ন

ভোলায় ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের কর্মশালা সম্পন্ন

নিউজ ডেস্ক : তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে ভোলায় ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সংবাদকর্মীদের নিয়ে শিশুশ্রম ইসুতে সংবাদ পরিবেশনের কলা কৌশল উপস্থাপন বিষয়ক ৩ দিনের কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে ভোলা সার্কিট হাউজের হলরুমে প্রশিক্ষণ শেষে জাতীয় গণমাধ্যক ইনসস্টিটিউট এর পরিচালক (প্রগ্রাম) মো.নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার সহকারী পরিচালক মাসুদ মনোয়ার, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান,প্রবীন সাংবাদিক আবু তাহের, জেলা তথ্য অফিসার মনিরুল ইসলাম। শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় এ্যাড. নজরুল হক অনু, আহাদ চৌধুরী তুহিন, এ্যাড. শাহাদাত শাহিন, জুন্নু রায়হান, আফজাল হোসেন, নাসির লিটন, নেয়ামত উল্যাহ, হাসিব রহমান, মিসবা উদ্দিন শিপু, ছোটন শাহা, কামরুল ইসলাম, এইচএম জাকির, হেলাল উদ্দিন, ফরহাদ হোসেন, আদিল হোসেন তপু, জসিম রানা, সিরাজ মাসুদ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার ২৫ জন সংবাদকর্মী অংশ নিয়েছেন।
উল্লেখ্য, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. জাহাঙ্গীর হোসেন গত বৃহস্পতিবার সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।