ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে।
জেলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের ঘুইংগার হাট সংলগ্ন মাঠে এ ইজতেমা শুরু হয়।
ইজতেমা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমা মাঠে ৩ হাজার মুসল্লির অজুর ব্যবস্থা, ১৪টি টিউবওয়েল, ৫৫টি স্যালো টিউবওয়েল, দুই হাজার গণশৌচাগার, চারটি পুলিশের পর্যবেক্ষণ কক্ষ ও দুটি চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য একটি পাওয়ার প্লান্ট বসানো হয়েছে।
আয়োজন কমিটির সদস্য ডা. আবদুল কাদের বলেন, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে।
ভোলার পুলিশ সুপার মো. মোকতার হোসেন বলেন, ইজতেমা মাঠের নিরাপত্তায় ৫১০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে।