
ভোলা প্রতিনিধি : ভোলা শহরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মো. সোবাহানের ছেলে রাজিব (২৪) ও দৌলতখান উপজেলার দিদারুল্লা গ্রামের আনসারুল্লা মিয়ার ছেলে আল-আমিন (২৩)।
এলাকাবাসী জানান, শনিবার দুপুর ৩টার দিকে শহরের ৩ নং ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় গনি রাজের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে রাজিব ও আল-আমিন। এ সময় ট্যাঙ্কের গ্যাসে তারা অজ্ঞান হয়ে যায়।
তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল রহমান মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।